আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডিসংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত।
প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কর্তৃক পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কনটেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।