প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১২:৪২ পি.এম
এনআইডি সেবা নিয়ে সতর্ক করল ইসি
অনলাইন ডেস্ক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডিসংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত।
প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কর্তৃক পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কনটেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।
এই দুটি পেজ ব্যতীত অন্য কোনো ফেসবুক পেজে এনআইডিসংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত