1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

*বদলগাছীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা !

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দূর্গা পূজাকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরির আর মন্ডব তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎ শিল্পীরা।

দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রঙ-তুলি দিয়ে তৈরি করছেন একেকটি প্রতিমা।

উপজেলা কেন্দ্রীয় মন্দির সহ ৮টি ইউনিয়নের মন্দির-মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে।

প্রকৃতিতে চলছে এখন শরৎকাল। শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

শিশির ভেজা ভোর-আকাশে সাদা মেঘের ভেলা আর শরতের নরম কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় সনাতনী পল্লীতে প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন।

মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় আর রঙ-তুলির আচড়ে প্রতিমাগুলি হয়ে উঠছে অপরূপ প্রাণবন্ত । খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষ হলেই শুরু হবে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্ডব গুলোতে চলছে ব্যাপক সাজ সজ্জার প্রস্তুতি।

খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার তৈরির কাজ শেষ হলে চলবে রঙ- তুলি-অলংকার দিয়ে প্রতিমা সাজানোর কাজ।

বদলগাছী-উপজেলা’সদর-আধাইপুর ,মথুরাপুর, মিঠাপুর ,পাহাড়পুর, কোলা, বিলাশবাড়ী সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।

মৃৎশিল্পী কালিপদ মালাকার জানান, প্রতিবছরই অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি। শুধু জীবিকার জন্যই নয়। দেবীদুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে।
পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কিত।

প্রতিমা কারিগর বাদল পাল জানান,এবছর প্রতিমা তৈরিতে ১৫ হাজার থেকে প্রকারভেদে ৫০হাজারের অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে । নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারবে এমনটাই আশা ।

একই সাথে এবার প্রতিমা তৈরি করে ভাল আয় হবার আশাবাদী করছেন মৃৎশিল্পীরা।

বদলগাছী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক -সব্রত কান্তি মন্ডল জানান,দূর্গোৎসব গতবারের চেয়ে এবার ভালোভাবে হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি জানান,
এ উপজেলায় এবার ১০৪টি পূজা মন্ডবে দূর্গোৎসব পালিত হবে ।
আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে ,সুষ্ঠু সুন্দর ভাবে দূর্গা পূজা উদযাপন করবে উপজেলার সনাতন ধর্মের লোকজন ।

আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে ,সুষ্ঠু সুন্দর ভাবে দূর্গা পূজা উদযাপন করার আশা এমনটাই বলছেন পূজা উদযাপন ফ্রন্ট ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট