1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সদস্য সচিব লিটন আহমেদ সভাপতিত্বে করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সদস্য মনির মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সদস্য সেলিম রেজা, জেলা যুবদলের সদস্য মোঃ ইয়াসিন আরাফাত (কনক),
জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাগর আহমেদের, জেলা যুবদলের সদস্য মোঃ জুয়েল আজিম, জেলা যুবদলের সদস্য মোঃ ইউসুফ আলী,জেলা যুবদলের সদস্য মোঃ মাহমুদুর রহমান, জেলা যুবদলের সদস্য মোঃ ইব্রাহিম খলিল, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, পৌর যুবদলের সদস্য মোঃ আব্দুর রহিম, পৌর যুবদলের ১৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, পৌর যুবদলের ১৪ নং নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজান অন্যান্য ইউনিটে
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্রের মা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন। আর তাই দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট