1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ‘

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর বদলগাছী উপজেলা কর্মরত সাংবাদিকরা ।

রবিবার( ১০আগস্ট) দুপুর ১২টায়
উপজেলার সামনের আঞ্চলিক মহাসড়কের পাশে ঘন্টাব্যাপি এই মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ,গুম, খুন, মামলা, হয়রানির প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ এই কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবির, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি শহিদুল ইসলাম ,প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা ,
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ ।

এ সময় মানববন্ধনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছী শাখার সভাপতি বুলবুল আহমেদ বুলু-সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য- ছাত্র-জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন,একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে।

তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট