নিজস্ব প্রতিবেদক :
“সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গণসমাবেশ, আনন্দ র্্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা চত্বর থেকে নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি বিজয় মিছিল বের হয়ে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪” চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।