1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

গোমস্তাপুরের কলেজ শিক্ষার্থী সারোয়ারের কবুতর পালনে নজরকাড়া সফলতা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করে দেখিয়েছেন—উদ্যোগ, আগ্রহ আর পরিশ্রম থাকলে লেখাপড়ার পাশাপাশি একজন তরুণও হতে পারে সফল উদ্যোক্তা। YouTube-এ ভিডিও দেখে আগ্রহ থেকে শুরু হলেও আজ তার কবুতরের খামারটি হয়ে উঠেছে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়ায়। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবার দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। অন্য খামারের তুলনায় খরচ অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন একদমই সম্ভব।”

সারোয়ারের স্বপ্ন আরও বড়। তিনি বলেন, “সরকারি সহযোগিতা পেলে চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করে সমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চাই।”

তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেক শিক্ষার্থী আগ্রহী হচ্ছেন। পাশের এক স্কুল শিক্ষার্থী জানান, “নিশান ভাইয়ের অনুপ্রেরণায় আমিও কবুতর খামার শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের খামার গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে।”

এই তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সরকারি পর্যায়ে সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে সারোয়ারদের মতো আরও অনেক তরুণ হয়ে উঠতে পারে দেশের সম্পদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট