স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল্লাহ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন গোবরাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সরজন সততা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি , দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরজন সততা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সালাহউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সাদিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, চৈতন্যপুর সিনিয়র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন * মাওলানা মোঃ আকবর আলী, ভাইস প্রিন্সিপাল, মুনসেফপুর ফাজিল মাদ্রাসা। * মোঃ আব্দুস সালাম, শিক্ষক, মহিপুর কলেজ,* মোঃ মোসফিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়,*মো হুমায়ুন রেজা, ভারপ্রাপ্ত দক্ষিণচরি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণদের ফুল ও হাদিসের বই উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।