1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াত আমিরের ভেরিফায়েড পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সেনাপ্রধান জানান, জামায়াত আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

খোঁজ-খবর নেওয়ায় ডা. শফিকুর রহমান বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। দুইবার পড়ে যান তিনি। পরে বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন তিনি।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট