মো: আব্দুল্লাহ
চাঁপাইনবাবগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন চলাকালে সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে ভোট প্রদান করেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন:
সভাপতি: মো. মেসবাহুল হক, সহ-সভাপতি: অহিদুজ্জামান রিপন ও ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান তুষার, সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রহিম পলাশ, অর্থ সম্পাদক: মো. আশিক আলী, দপ্তর সম্পাদক: জোসিম উদ্দিন জোসি, প্রচার সম্পাদক: সিফাত রানা, প্রকাশনা সম্পাদক: জাহিদুর রহমান, মানবকল্যাণ সম্পাদক: মো. আব্দুল্লাহ, আইন ও নীতিমালা বিষয়ক সম্পাদক: ফরহাদ হোসেন
নবনির্বাচিত কমিটির সদস্যরা অনলাইন সাংবাদিকতায় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার চর্চা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে, তারা সমাজ, রাষ্ট্র ও জনগণের প্রকৃত চিত্র অনলাইনের মাধ্যমে তুলে ধরতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।