1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই–নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ আয়োজিত মিনি ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ বনাম সরদারপাড়া তরুণ সংঘ।

খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে লক্ষীপুর ঈদগাহাপাড়া তরুণ সংঘ বিজয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

এ-সময় তিনি বলেন, খেলাধুলাসহ সামাজিক সকল ভালো কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের। সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ দেশের সম্পদ, লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ তারাই আগামীতে উন্নত, সুন্দর ও শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান।সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট