বুলবুল আহমেদ বুলু, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ফল মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে জাতীয় ফল মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ। পরে কৃষি অফিসের হলরুমে এক আলোচনাসভায় বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির মাস্টার, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কৃষক-কৃষানি ও উদ্যোক্তাসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।