1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

নিজস্ব প্রতিবেদক

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান–২০২৫।

শুক্রবার (২০ জুন) বিকেলে শহরের ফুঁলকুঁড়ি স্কুল মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

অনুষ্ঠানে শহর শাখার পরিচালক ফরহাদুজ্জামানের সভাপতিত্বে ও জুনাইদ হাসিব তানভিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, আমাদের বেঁচে থাকার জন্য নির্মল বাতাস সরবরাহ করে। এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি হবে।

তিনি আরও বলেন, “কিশোর কণ্ঠ মূলত ছোটদের নিয়ে কাজ করে থাকে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখাবে এবং পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করবে।”

এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ফোরামের বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

কিশোর কণ্ঠ পাঠক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা প্রায় ১৭০টি গাছের চারা বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট