1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

মমতা হাসপাতালের বিশ্রামকক্ষ থেকে ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের মমতা হাসপাতালে সজিব হোসেন জয় (২৬) নামের এক ওয়ার্ড বয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওয়ার্ড বয় সজিব হোসেন জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ির এলাকার জাকির হোসেনের ছেলে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় মমতা হাসপাতালের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্বার করা হয়। হাসপাতাল, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মমতা হাসপাতালের পঞ্চম তলায় থাকা বিশ্রাম কক্ষের ফ্যানে ওয়ার্ড বয় সজিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই তারা উপস্থিত হয়ে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন মমতা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জাব্বার। তিনি জানান, ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন সজিব। মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, নিহত অবস্থায় মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের চিহৃ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট