1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

নাচোলে গরু চুরির হিড়িক আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ 

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা, গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে, শুক্রবার দিবাগত রাতে নাচোল পৌর এলাকার শিমুলতলার বাসিন্দা মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও ৬ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর সানাউল্লাহ আহমেদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। সানাউল্লাহ জানান, গরু চুরি হয়ে যাওয়াই আমার ৪”লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত সপ্তাহে  উপজেলার নিজামপুর ইউনিয়নের পঁচাকান্দার গ্রামে মমিনুর রহমানের মাটির ঘরের জানালা ভেঙে গভীর রাতে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা ভুক্তভোগী মমিনুর জানান তিনটি চুরি হয়ে যাওয়া গরুর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হতো। এখন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতি রাতে কোন না কোন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বরবিহীন ট্রাক, পিকআপ, ভুটভুটি, সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম গরু খুঁজে পাওয়া যায়  ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বঘ্নে। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে। কৃষি নির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষবাদ করে জীবিকা নির্বাহ করে। আর গরু চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায় তখন হতদরিদ্রর পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। রাতের বেলায় যেসব সড়কগুলোতে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সে সব এলাকায় চুরির ঘটনা বেশি। গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আন আইনগত ব্যবস্থা  নেওয়া  হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট