বুলবুল আহমেদ বুলু, প্রতিনিধি বদলগাছী, নওগাঁ।
★বদলগাছীতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন !
"কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে"২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানসহ বিভিন্ন ফসল, ফল -শাকসবজির আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, প্রতিষ্ঠান- শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
করা হয়েছে ।
এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
কৃষি অফিস হলরুমে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার
ইসরাত জাহান ছনি।
এসময় প্রত্যেক জন কৃষকের মাঝে ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার বিতরন করা হয়। উদ্বোধনের প্রথম দিনেই ৪০০শ জন উপকারভোগীর মাঝে আমন ধান বীজ বিতরন করা হয়। এছাড়া ১৩০টি তালগাছের চারা,২৩০টি নারিকেল গাছের চারা দেওয়া হয়। চলতি খরিপ মৌসুমে ১৭২০ জনের মাঝে পর্যায়ক্রমে এই রোপা আমন ধানের বীজ বিতরন করা হবে ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সাবাব ফারহানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার ,বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমদাদুল হক দুলু প্রমুখ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহমেদ,বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, উপকারভোগী কৃষক সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিক বৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত