বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মাদক নিরাময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিঠাপুর ইউপির সাগরপুর বাজার এলাকায় একটি ক্লাব রুমে সমাজ সেবক মামুনুর রশিদ এর উদ্যোগে স্থানীয়দের আয়োজনে এই মাদক নিরাময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদক নিরাময় বিষয়ক আলোচনা সভায় মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী । উপজেলা যুবদল নেতা রাজ্জাক হোসেন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। পাড়া মহল্লায় বিভিন্ন জায়গাতে মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে । মাদক নিরাময়ে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করতে হবে।
এসময় আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।