নিজস্ব প্রতিবেদক
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন-২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ডিএমপির ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক। রোববার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন। এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএসের পুলিশ সদস্যদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন — নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ। এছাড়া যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার চুমকি। সদস্য সচিব রুবেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রাশিয়া গ্রামের কৃতি সন্তান। নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১৭৭২৫২৫৭৫
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত