মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পুরানবন্দর হাবিবনগরে অবস্থিত জামিয়া মাদানিয়াতুল আবরার-এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ ১৫ পাড়া বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা, স্টাউন পুলিশ ফাঁড়ি, বন্দর-এর কৃতি ছাত্র হাফেজ মোঃ ইব্রাহিম।
সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিচারকমণ্ডলীর মন জয় করে নগদ ৫০ হাজার টাকার সম্মানজনক পুরস্কার অর্জন করে। তার এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।
হাফেজ ইব্রাহিমের গ্রামের বাড়ি শান্তিনগর, বালুয়াকান্দি, বি.কে. রায়পাড়া, গজারিয়া, মুন্সিগঞ্জ। তার পিতা ইসমাইল সাহেব, একজন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এবং সমাজে সুপরিচিত দানশীল ও উদার হৃদয়ের মানুষ। মাতা ইয়াসমিন বেগম একজন স্নেহময়ী ও আদর্শ মা।
উল্লেখযোগ্য যে, হাফেজ ইব্রাহিম মাদ্রাসাটির প্রতিষ্ঠার শুরু থেকেই ভর্তি ছিল এবং এখানেই সম্পূর্ণ হিফজ শেষ করেছে।
দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, যা হাফেজ মোঃ মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
তিনি প্রতিক্রিয়ায় বলেন,
> “আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের এই অর্জন কোনো ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একান্ত অনুগ্রহ এবং আমাদের মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমের ফসল। আমরা মাত্র কয়েক মাস আগে নারায়ণগঞ্জ শহর থেকে স্থানান্তর হয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এসে মাদ্রাসাটি পরিচালনা করছি। অত্র অঞ্চলের সকল এস বিভাগের প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসা প্রথম হওয়ায় এটা আমাদের জন্য গৌরবের।”
তিনি আরও বলেন:
> “আমি অভিভাবকদের আহ্বান জানাই—আপনারা আমাদের মাদ্রাসা ঘুরে দেখুন, আপনার সন্তানের জন্য একটি সঠিক ও বরকতময় শিক্ষার সিদ্ধান্ত নিন।”
এই প্রতিযোগিতার সফল আয়োজন করেছে
জামিয়া মাদানিয়াতুল আবরার, হাবিবনগর, পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ।
আয়োজক ছিলেন:
মুফতি ইসমাইল সরকার
মাওলানা ছরিফ আহমদ
প্রতিযোগিতায় পাঁচ পাড়া বিভাগসহ বিভিন্ন স্তরের হাফেজগণ অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার, সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার এই অসাধারণ অর্জনে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত