1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সালমানের স্ত্রী হিসেবে ৫০ বছরের আমিশাকে দেখতে চান ভক্তরা!

নিউজ ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স

বলিউডের ভাইজান সালমান খান জীবনের ৬০টি বসন্ত পার করলেও এখনও ব্যাচেলর। বলিউডের দাপুটে এই নায়কের বিয়ে নিয়ে একরকম ঘুম হারাম হওয়ার উপক্রম তার ভক্তদের। তার প্রায় সমবয়সী শাহরুখ খান স্ত্রীসহ তিন সন্তান নিয়ে সুখের জীবন পার করছেন। দুই স্ত্রীর সঙ্গে সংসার করার পর তৃতীয় বিয়ের প্রস্ততি নিচ্ছেন আমির খান। তবে কি সালমান বিয়ে করবেন না? এমন না প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইজানের ভক্তদের মনে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইজান সালমান খানের জন্য এবার মাঠে নেমেছে তার ভক্তরা! শোনা যাচ্ছে, এই ব্যাচেলর নায়কের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছেন তারা।

 

 

বিষয়টি খোলাসা করে বললে, অভিনেত্রী আমিশা প্যাটেলকে সালমানের স্ত্রী হিসেবে দেখতে চাইছেন ভক্তরা। অর্থাৎ, জুটি হিসেবে অর্থাৎ সালমান-আমিশা দারুণ কিছু, সেটাই বোঝাচ্ছেন তারা। বলে রাখা ভালো, বয়স ষাটে গিয়ে সালমান খান যেমন অবিবাহিত, অন্যদিকে পঞ্চাশের আমিশাও একই রাস্তায় হাঁটছেন। তাই ভক্তদের এমন সিদ্ধান্তে চমকানোর কিছুই নেই।

সম্প্রতি আমিশার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। কারণ, সে সময় আমিশা বলেছিলেন, ‘ভক্তরা মনে করেন আমি সালমানের জন্য যোগ্য পাত্রী হতে পারি। আমাদের ভালো মানাবে বলেও তারা বলেছে। শুধু তাই নয়, আমাদের একসঙ্গে সুন্দর একটা সন্তান জন্ম দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।’

আমিশার সেই সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হতেই এ নিয়ে নানা জল্পনায় মেতে ওঠে নেটিজেনরা। সে থেকেই তাদের একাংশ সায় দিয়ে উঠল, ‘আমাদের ভাইজানের ভাবী হিসেবে আমিশাকেই দেখতে চাই।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট