ফারুক হোসেন ডন নাচোল প্রতিনিধি :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক কল্যাণ তহবিল, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর আয়োজনে বুধবার ১৪ আগষ্ট দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিকুল ইসলাম, ইব্রাহিম বাবু, শাহিন আলম, আবুল হোসেন, ফারুক হোসেন ডন , নিশান বাবু, সামিরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আতাউর রহমান, জাকির হোসেন সনি ও শ্রী অভিজিৎ শীল।
সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের প্রেক্ষাপটে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক কল্যাণ তহবিল এর বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি এবং গণতন্ত্রকে দুর্বল করে।” তারা অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বক্তব্যে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।