পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”
ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, “সাংবাদিক ছোটনের উপর এমন রহস্যজনক দুর্ঘটনা উদ্বেগজনক। যদি এটি উদ্দেশ্যমূলক হামলা হয়ে থাকে, তবে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এমন হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।”
সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত