অনলাইন ডেস্ক
বাংলাদেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বিনোদন জগতে কাজ করে নিজেকে চিনিয়েছেন এই প্রতিভাবান শিল্পী। তার এমন আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
গত ২ জুন, সোমবার, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। সঙ্গে সঙ্গে তাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে পারেননি। বরং, সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার আরও অবনতি হতে থাকে।
চিকিৎসকদের ভাষ্যমতে, শরীরে অভ্যন্তরীণ জটিলতা এতটাই বেড়ে গিয়েছিল যে, লাইফ সাপোর্টেই ছিলেন গত কয়েকদিন। অবশেষে সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তানিন সুবহা চিরদিনের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি জমান।
তানিন সুবহার অকালপ্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন— “একজন ভালো সহকর্মী ও মিষ্টি মনের মানুষকে আমরা হারালাম।”
তানিন সুবহা শুধু একজন অভিনেত্রীই নন, ছিলেন একজন সংগ্রামী নারী। নাটক, টেলিছবি এবং কিছু ওয়েব কনটেন্টে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। তার এই বিদায়ে হারিয়ে গেল এক উজ্জ্বল সম্ভাবনা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের বিষয়টি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।