1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জে ব্যবসায়ী বাবরের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী বাবর আলীর উপর ডাকাতদের হামলা ও টাকা ছিনতায়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাবর আলী শিবগঞ্জ থানায় এজাহার দাখিল করলে পুলিশ কাইয়ুম আলী ও বাবু ওরফে মুন্ত্রী নামে দু’জনকে আটক করে।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে পাশাপাশি যারা এখনো গ্রেফতার হয়নি তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

তারা অভিযোগ করেন,কিছু অপরাধী দীর্ঘদিন ধরে এলাকায়। আতঙ্ক সৃষ্টি করছে,প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

মানববন্ধনে বক্তব্য রাখেন : আমিনুল ইসলাম (চুটু) সভাপতি,বাজার কমেটি বেনজির আহমেদ,প্রভাষক আল মুরশেদ (বুলবুল)প্রভাষক,নাদিম হোসেন (সোহেল) অ্যাডভোকেট অহিদুর রহমান শিপু,শিক্ষক আব্দুর শরীফ,আকবর আলী ও শামিম হোসেন মাস্টার।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইরুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন আবু সালেক। ভুক্তভোগী বাবর আলীসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।
আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও অর্থ ফেরত চাই বাবর আলি ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট