নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় ৩১ জুলাই বুধবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নবী হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের উপর ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন বিএনপি কর্মী গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুরুজ মিয়ার ছেলে নবী হোসেন রাজনৈতিক বিরোধের জেরে কান্দাপাড়া এলাকার বিএনপি কর্মী রুমান (২৯), অপু (৩১) ও নিশাদ (২২)-এর উপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় নবী হোসেন সরাসরি রুমানকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান রুমান। হামলার এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা আহতদের ফেলে রেখে পালিয়ে যায়।
এই হামলায় নবী হোসেনের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেয় কান্দাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ওমর, মৃত সফুর খানের ছেলে রুহুল-আমিনসহ ২০-৩০ জন বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকাবাসী তাদের ফেলে যাওয়া কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
ঘটনার পরপরই ৩১ জুলাই রাতেই রূপগঞ্জ থানায় এবং মাহনা সেনা ক্যাম্পে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। হামলায় আহত তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গুরুতর আহতদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। হামলায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।”