1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার (২১ জুলাই) সময় সকাল ১১:০০টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় সংস্থার নগরীর সপুরাস্থ প্রধান কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের সম্মেলন কক্ষে) রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪০ জন (উচ্চ শিক্ষা বৃত্তি ১০ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩০ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম এবং বাংলাদেশ পুলিশ রাজশাহী শাহ মুখদুম থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রাপ্ত শিক্ষা বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা এবং শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মাদক ও মোবাইলে আসক্ত না হয় সেই পরামর্শও প্রদান করেন। পাশাপাশি অতিথিবৃন্দ তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী উন্নত শিক্ষা জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন পর্যায়ের স্টাফ, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট