ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারি প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম (ফারুক), একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী প্রমুখ।
এ অনুষ্ঠানেন উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন, এবং
একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত