1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মাইনুল হক হারু

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ ও উৎসাহ।

বুধবার (২৩ জুলাই) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন নিজ নিজ পদের জন্য বিভিন্ন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে রাজশাহী বিএনপির পরিচিত মুখ,প্রবীণ শ্রমিক নেতা ও মিশুক মালিকদের আস্থাভাজন মাইনুল হক হারুও তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হারু সমর্থকদের নিয়ে সমিতির কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় তিনি বলেন,“আমি মিশুক শ্রমিকদের কল্যাণে দীর্ঘদিন কাজ করে আসছি। এই নির্বাচন আমার নয়,এটা হলো মালিক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সবার সহযোগিতা পেলে আমি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে চাই।”

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাব-কমিটি জানিয়েছে, সকাল ৯টা থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর পর্যন্ত। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ১১ আগস্ট ২০২৫।

এদিকে,পুরো নির্বাচন ঘিরে সাধারণ সদস্যদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা লক্ষণীয়। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারে নামতে শুরু করেছেন। নির্বাচন ঘিরে মিশুক মালিক সমিতির কার্যালয় রীতিমতো উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট