মোঃসামিরুল ইসলামঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা,গোপিনাথপুর আশ্রাফূল উলুম তুহফানিয়া হাফিজিয়া মাদ্রাসা,, ইমামনগর হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা,চরধরমপুর দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা এই চারটি স্থানে প্রায় ৪শত জনের
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
রবিবার(২০ জুলাই) ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে,
উপস্থিত ছিলেনঃ ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, সদস্য শুভ, সুজন আলী, রজব আলী, মানিকসহ আর ও উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য আসাদুজ্জামান প্রাণ প্রমূখ।
এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এই সময় ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজকেরা বলেন,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।” এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।