নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয়বাদী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ভোলাহাট রামেশ্বর স্কুল মাঠ থেকে একটি র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি কাউসারুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিন সেলিমের সঞ্চালনায়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাই -২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুম।
এসময় বক্তব্য রাখেন,সিনিয়র সহসভাপতি খিজির হায়াত মোল্লা, সহসভাপতি মোঃ সারওয়ারদ্দী, সহসভাপতি জামাল উদ্দিন মেম্বার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শামিম আকতার প্রমুখ।