নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এলাকায় বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন ৯০ দশকের ছাত্রনেতা, আহসান উল্লাহ হলের সাবেক ভিপি ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। গ্রাম-গঞ্জ, হাট-বাজারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি বিএনপি’র ৩১ দফার লিফলেট পৌঁছে দিচ্ছেন। শুক্রবার বিকেলে তিনি গোমস্তাপুর উপজেলার চক পুস্তম ও হোগলা বাজার, গোমস্তাপুর বাস স্ট্যান্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন, ‘এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গোমস্তাপুর ইউনিয়নের জিয়া মঞ্চের সেক্রেটারি আব্দুল আলিম রিপন, বিএনপি’র ৬ নং ওয়ার্ড সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পার্বতীপুর ইউনিয়নের যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হক, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, চান মিয়া, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।