ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি:
গড়োরে” গড়ো দেশ গড়ো” খালেদা জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে ” তারেক জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে এই শ্লোগানকে সামনে রেখে – চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুরের বিভিন্ন জায়গায় পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের নেতৃত্বে পথসভা,
গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
প্রতিদিনের ন্যায় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খুলসি, মল্লিকপুর বাজারে ৩১”দফার লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর পক্ষে।
৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আব্দুস সালাম তুহিন এর ব্যক্তিগত রহনপুরের কার্যালয় থেকে বেরিয়ে গোমস্তাপুর থেকে কার্যক্রম শুরু করেন। গোমস্তাপুর উপজেলার ভেড়ি বাজার, বালু গ্রাম ও নয়া দিয়াড়ীতে লিফলেট বিতরণ করা হয়।