বুলবুল আহমেদ বুলু বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি ।
বদলগাছীর উপজেলা পরিষদের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি; নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড়!
বদলগাছীতে বেড়েছে চুরি: নিরাপত্তাহীনতায় উপজেলা পরিষদ সহ আশেপাশের এলাকা।।
নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদের পাশেই সার্থক ট্রেডার্সের রড,সিমেন্ট,সার ও কীটনাশকের দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। এর আগেও দোকানের পাশে উপজেলা পরিষদের কয়েকটি অফিস থেকেও চুরি হয়েছে কিন্তু চুরির ব্যপারটি ধামাচাপা দেওয়া হয়েছে সচেতন মহল জানান।
সোমবার গভীর রাতে বদলগাছী উপজেলা চত্বরে অবস্থিত খাদ্য গুদামের সামনে সার্থক ট্রেডার্স নামে একটি দোকানে ইটের দেয়াল ভেঙে সিনজেনটা কোম্পানি কীটনাশক মালামাল, লুট করেছে দুর্বৃত্তরা।
চুরির ঘটনাটি আজ সকালে জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।চলছে আলোচনা সমালোচনা।
স্থানীয়রা বলছেন, “উপজেলা চত্বরই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ঘরবাড়ি কে রক্ষা করবে?চ্ গত জুন মাসে উপজেলা পরিষদের কৃষি অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ২টি সাবমার্সিবল পাম্প চুরি হলে উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নেয় নি। এসব চোরকে ধরলে ঠিকই চুরি কমতো।
স্থানীয় জিধিরপুরের ইউসুফ বলেন, এর আগেও হাসপাতাল ও কোয়ার্টারের থেকে কয়েক বার চুরি হয়েছে চরির মালামাল উদ্ধার হয়নি ও চোরের কোন ব্যবস্থা হয় নি। সরকারি টাকা চুরি হয়েছে সরকার আবার টাকা দিবে এমনটাই ভাবেন কর্মকর্তারা।
স্থানীয় সোবহান জানান, উপজেলা পরিষদের পিআইও অফিসের ছাদ থেকে সোলারের প্যানেল চুরি, বিআরডিবি অফিসের পাশে থেকে পানির সাবমার্সিবল পাম্প চুরি, মডেল মসজিদের সোলার প্যানেল চরি হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পরেও চুরির ব্যপারে কোন ব্যবস্থা হয় নি। উপজেলা প্রশাসন নিজেরাই চুরি বিষয়টি ধামাচাঁপা দিয়েছে। আইনের লোকই যদি চুরি ধামাচাঁপা দেয় সাধারণ মানুষ তো বিচার পাবে না।
স্থানীয়রা আরও জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে সিনজেনটা কোম্পানীর গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যায়।
দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান,“আজকে সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ওই দিক দিয়েই চোরেরা প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।
চুরির খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা চত্বরে নিয়মিত নিরাপত্তা প্রহরী ও পুলিশের রাতের টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে। এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“মুখে মুখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো নজরদারি নেই। পুলিশের গাফিলতিতেই এ ধরনের ঘটনা ঘটছে।চ্
সার্থক ট্রেডার্সের মালিক সানজাদ রয়েল সাগর বলেন,“চার দিন আগে আমি সিনজেনটা কোম্পানির মালামাল দোকানে তুলেছি। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। এছাড়া অন্যান্য কোম্পানির কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,“খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।চ্ উপজেলা পরিষদে চুরির ব্যপারটি আমার জানা নেই।