বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন জগৎনগর গ্রামে লালন অনুসারী সাত্তার শাহ আশ্রমে হয়ে গেল দিনব্যাপী সাধু- গুরুর বাউল সমাবেশ।
লালনের আধ্যাত্মিক তত্ত্ব, দর্শনতত্ত্ব ও মানবধর্ম সম্পর্কে মানুষের কাছে তুলে ধরতেই লালন অনুসারী সাত্তার শাহ দিনব্যাপী এই সাধু- গুরুর বাউল সমাবেশের আয়োজন করেন ।
মানব সেবাই ধর্মের মূলমন্ত্র, মানবসেবার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব বলে মনে করেন লালন অনুসারীরা। আর এ মন্ত্রটি সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা।
গুরু কার্যের মধ্য দিয়ে গত ১৫ই মে বৃহস্পতিবার রাতে সাত্তার শাহ আশ্রমে বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ ইসলামের সভাপতিত্বে, সাগর হোসেন এর সঞ্চালনায় এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করেন বাউলরা। এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ,মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু ।
এসয় উপস্থিত ছিলেন,মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবীব লিটন ,ইউপি সদস্য রোস্তম আলী, ফারুক হোসেন ,আনিসুর রহমান , গোবরচাপা আল ইমরান ফার্মেসির স্বত্বাধিকারী ইমরান হোসেন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন গিটার,হাদী ,শহিদুল ,মঞ্জু , হিমেল প্রমুখ ।অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন,ফেন্সি আরা ।
শিল্পীরা গানে গানে লালন সাঁইয়ের আদর্শ প্রচার করেন।
বাউল সাধক সাত্তার শাহ এ সাধু সমাবেশে জাত ধর্ম ভুলে গিয়ে জেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধু ও বাউল শিল্পীরা ছুটে আসেন এ মিলনমেলায়। লালন সাঁইয়ের, দর্শনতত্ত্ব, মানবতত্ত্ব এবং আধ্যাত্মিক গানে গানে মেতে ওঠেন শিল্পীরা। দূর-দূরান্ত থেকে অগণিত লালন ভক্ত বাউল শিল্পী জড়ো হয়েছিলেন জগৎনগর সাত্তার শাহ আশ্রমে। জাতি ধর্ম নয়, মানবের মূল মন্ত্র প্রচার করাই ইহজগতের মূল কাজ বলে মনে করেন ফকির লালন শাহ ভক্তরা।
আয়োজকরা জানান সাত্তার শাহ আশ্রমে এই সাধু সঙ্গ হয় । প্রতিবছর এখানে লালন সাঁইয়ের ভক্তদের মিলনমেলা বসে। ফকির লালন সাঁইয়ের দর্শন ও ভাবনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে স্বার্থক হয়ে উঠবে স্মরণোৎসব, এমনটাই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত