বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ পরবর্তী
নওর বদলগাছীতে সোবহার পরিমান গাঁজা আইনী একক কারবারীকে ৫ র্যাব করেছে।
(৯ জুলাই জুলাই) বেলা ১১টার সময় বদলগাছ রাজনৈতিক আধাইপুর ইউনিয়নের গুঞ্জোয়ার এলাকা থেকে তাকে অনেক বেগ করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪কেজি ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রতীক সোহরাব হোসেন বদলগাছী রাজনৈতিক বেগুজোয়ারের মর্যাদা: জনাব আলীর ছেলে।
রাজশাহী সিপিসি ৩ জয়পুরহাট ক্যামের এক প্রেস প্রেসে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইন আসামী সোহরাবিক্রেট চিহ্নিত অপরাধী। সেবতী এলাকা এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নাওগাঁ ও বিভিন্ন এলাকায় খুচরা পাইকারী বিক্রয়কারী। এমন সংবাদের সো গত কয়েক ধরে ধরেছেন র্যাব-৫, সিয়েন্দাপি দলীকদিন-৩ এর নিয়ম মেনে চলতে হবে।
৯ই জুলাই গোপন সংবাদের নওগাঁ ক্ষমতা বদলগাছী থানা বেগুণ জোয়ারিক ক্ষমতায়ন মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় র্যাব-৫, সিসি-৩ এর আভি দল অনেকটাই মাদক ব্যবসায়ী। সোহরাব'কে ইন্সটিটি করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীরফাকে ক্ষমতাকে শক্তি মাদকদ্রব্য গাঁজা ১৪.৪জি ও ফোন ০২টি উদ্ধার করা হয়।
কারবারী গাজার জন্য নিজের কাছে বলেছিল বলে জানাচ্ছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতেরব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাপের গোয়েন্দা কার্যক্রম নেটওয়ার্ক রয়েছে।
এ ব্যাপারে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নওগাঁ বদলগাছী আক্রমণকারী মাদকব্যবস্থা আইনে একটি প্রশ্ন রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত