বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় সড়কের পাশে এ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মিজু আহম্মেদ, রিমন হোসেন, রাকিব হোসেন, ফাইম হোসেন, শাহিনুর, মারুফ হাসান,
আব্দুল আজিজ,সেলিম, জিহাদ, রেজানুর রহমান প্রমুখ।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে এসময় পাহাড়পুর ইউনিয়নের বৌদ্ধবিহার থেকে জামালগঞ্জ সড়কের রনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কের পাশে ১৫০টি ফলজ বৃক্ষ পিয়ারা গাছ রোপণ করা হয়।