বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
বদলগাছীতে না ফেরার দেশে চলে গেলেন বদলগাছী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোলাইমান আলী।
তিনি মিঠাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত মশরত মন্ডলের ছেলে ।
রবিবার (২৪শে আগস্ট )আনুমানিক বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
আগামীকাল(২৫শে আগস্ট ) সোমবার বেলা ১১টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে তার নিজ বাসভবনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, সোলাইমান আলী দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। সোলাইমান আলী মৃত্যুর পূর্বে চার মেয়ে আর দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তার বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব ফিরোজ হোসেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর ছোট ছেলে বদলগাছী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন ।
তার মৃত্যুতে বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করেছেন ।