বুলবুল আহমেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যে কে সামনে নিয়ে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে ।
শনিবার (৯ আগস্ট) বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা আদিবাসী সামাজিক সংগঠন এবং আদিবাসী ছাত্র সংগঠন যৌথ উদ্যোগে
শনিবার বিকেল ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বিজয় পাহানের সভাপতিত্ব এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের সাবেক আমির আলম হোসেন ,
উপজেলা জামাতের সাধারণ সম্পাদক আহসান হাবিব ,বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র খালকো ,সোনালি দিরুয়ার ।
এসময় উপস্থিত ছিলেন আদিবাসী সংগঠনের নারী নেত্রী উপবর্তী তির্কী, উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান,সাধারণ সম্পাদক সনাতন মুন্ডা সহ আদিবাসী চাত্র সংগঠনের নেতা সাগর পাহান,বিধান পাহান সহ আদিবাসী শিশু কিশোর, নারী-পুরুষ প্রমুখ ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করা গেলে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি প্রতিকূলতার কথাও তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত হলে আদিবাসীদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে।
আলোচনা সভা শেষে বিকেল ৫টায় হলরুমে জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি তুলে ধরে তাদের নিজস্ব ভাষায় বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত