1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

বদলগাছীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যান চালকের বিরুদ্ধে!

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূ্র্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যান চালকের বিরুদ্ধে!

ঘটনাটি ঘটেছে উপজেলার বালুভরা ইউনিয়নে।অভিযুক্ত ব্যাক্তি উপজেলার
বালুভরা ইউপির পশ্চিম বালুভরা পাটনঘাটা এলাকার মৃত: খবির উদ্দিনের
ছেলে রাজ্জাক( ৫০) বলে জানা-গেছে ।

স্থানীয়রা জানান,২৫শে মে রবিবার দুপুর ২টার পর উপজেলার বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে এক ভ্যান চালকের সাথে পথিমধ্য দেখা হয়। ভ্যান চালক ঐ শিশু কে বাড়িতে পৌছিয়ে দেওয়া কথা বলে ভ্যানে তোলে নেয়।

বালুভরা ইউপির পাটনঘাটা-এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন জায়গায় পৌছিলে ভ্যান চালক ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের ঝোপে নিয়ে যায়। পাঁচ টাকা শিশুর হাতে ধরিয়ে দিয়ে শিশুকে কুপ্রস্তাব দেয় ।এসময় শিশুটি তার কথায় রাজি না হলে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ভ্যান চালক ।

এসময় শিশুটি চিৎকার করলে দূষ্কৃতিকারী ব্যাক্তি তাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে যায়।

ভুক্তভোগী শিশুটি বাড়িতে পৌছার পর ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে প্রকাশ করেন ।পরে এবিষয়ে বিস্তারিত বাবা-মায়ের কাছে খুলে বলেন ।

এ ঘটনার বিষয়টি বিকেলে জানাজানি হলে স্থানীয়রা ঐ অভিযুক্ত রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমায় ।

এসময় অভিযুক্ত ভ্যান চালক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়।

অভিযুক্ত ভ্যান চালক রাজ্জাক টাকা দেওয়ার প্রলোভে কৌশলে শিশুটিকে আড়ালে নিয়ে গিয়ে এই কুকর্ম করার চেষ্টা করে ।একই সাথে ভ্যান চালক রাজ্জাকের কঠোর শাস্তি দাবিও জানান এলাকাবাসী ।

পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঐ দিন বিকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,
এ ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া
চলমান রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট