বুলবুল আহমেদ বুলু, বদলগাছী( নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সেনা অভিযানে চোলাই মদ,মদ তৈরির কাঁচামাল- উপকরণ উদ্ধারসহ ১জন ব্যবসায়ী কে আটক করা হয়েছে ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্টগাড়ী চোলাই মদ পট্টিতে অভিযান চালিয়ে ৫বোতল অবৈধ চোলাই মদ-২প্যাকেট ইষ্ট ,৮টি প্লাস্টিক ড্রাম ভর্তি কাঁচামাল সহ উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় এক মাদক ব্যবসায়ীর স্ত্রী সেনাসদস্যদের তাড়াতে নাগিনী রূপধারণের অভিনব চেষ্টা করে ।
আটককৃত ব্যাক্তি মথুরাপুর ইউপির কাষ্টগাড়ী গ্রামের রবি দাশের ছেলে কার্তিক চন্দ্র ।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দেশিয় মদ তৈরির প্রস্তুতকৃত উপকরণসহ চোলাই মদ জব্দ করা হয়। সেই সঙ্গে ১জনকে প্রাথমিকভাবে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে আটক ব্যাক্তি কে ও জব্দকৃত মদ বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ মদ ধ্বংস এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।