উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের তীব্র চাহিদা দেখা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, শতাধিক দগ্ধ রোগীর চিকিৎসায় প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হচ্ছে। তবে রক্তের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। সবচেয়ে সংকট দেখা দিয়েছে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ রক্তগ্রুপে।
রোগীদের জন্য হাসপাতালের আনসার সদস্যরা মাইকে বারবার ঘোষণা দিয়ে নেগেটিভ গ্রুপের ডোনারদের অষ্টম তলায় বার্ন ইউনিটে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।
আনসার সদস্য রেজাউল করিম বলেন, আহতদের চিকিৎসায় অনেকেই রক্ত দিতে আসছেন। তবে বারবার নেগেটিভ গ্রুপের রক্ত চাওয়া হচ্ছে। আমরা সেটি জানিয়ে যাচ্ছি।