নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল পিআর ও অন্যান্য অযৌক্তিক দাবি করছে। এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচন চায়—এটি আমাদের দেশে প্রচলিত একটি বিষয়। আপনারা জানেন, অতীতেও নির্বাচন কারচুপি করে ব্যাহত করা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন করে একটি ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। সেই ফ্যাসিস্ট দোসররা আবারও এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য আজকে পিআর এবং নানান পদ্ধতির কথা বলছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র্যালি ও মোটরসাইকেল শোডাউন উদ্বোধনকালে এসব মন্তব্য করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে বিএনপি জোর দাবি জানাচ্ছে—জনগণের ভোট যাকে খুশি তাকে দিবে । যারা পিআর দাবি করছে তারা দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। আপনারা দেখেছেন, কখনও বিএনপির সাথে এবং কখনও ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। জনগণের যদি প্রকৃত সমর্থন থাকতো তাহলে এসব প্রশ্ন আসতো না।
এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ আনন্দ র্যালিতে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত