মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ১১৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা সমিতির গণতান্ত্রিক ও স্বচ্ছ নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এগুলো হলো:
এডভোকেট হুমায়ুন কবির–এডভোকেট আনোয়ার প্রধান প্যানেল (নীল প্যানেল) – বিজয়ী
এডভোকেট হাফিজ মোল্লাহ্–এডভোকেট মাইন উদ্দিন প্যানেল (সবুজ প্যানেল)
বিএনপির বিদ্রোহী প্যানেল
এই তিনটি প্যানেলে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্রহণে মোট ১১৮৭ জন ভোটার অংশগ্রহণ করেছেন এবং ১০৫৩টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল, যা সমিতির গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে।
ফলাফলে জয়লাভ করেছেন এডভোকেট হুমায়ুন কবির (সভাপতি) ও এডভোকেট আনোয়ার প্রধান (সাধারণ সম্পাদক)। সবুজ প্যানেলের কার্যকরী সদস্য পদে নারী প্রার্থী এডভোকেট আফরোজা জাহান জয়ী হয়েছেন। বিজয়ী প্যানেল সমিতির স্বচ্ছতা, অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং আইনজীবী কল্যাণ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন বার ভবনে। অংশগ্রহণকারীরা প্রমাণ করেছেন যে আইনজীবী সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ নির্বাচনকে কতটা গুরুত্বপূর্ণ মনে করে। বিজয়ী প্যানেল সমিতির উন্নয়ন ও আইনজীবী কল্যাণে অঙ্গীকার
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত