নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আওতায় খাদ্যগুদাম সড়কের পাশে প্রায় ৫মাস পূর্বে উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া ওয়ালের পূণঃ নির্মান কাজটি মনগড়া প্রযুক্তিতে ৬ ইঞ্চি ওয়ালের উপর ১০বাই ১০ ইঞ্চি পিলার(কলাম) নির্মানের অভিযোগে জনমনে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া বাউন্ডারি ওয়ালটি জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় প্রায় ৫ মাস পূর্বে ভেঙে পড়ে। এতে করে হাসপতালের নিরাপত্তা বিঘ্নিত হয়। গত জুন মাসের আইন শৃংখলা কমিটির মাসিক সভায় স্থানীয় সাংবাদিকগণ বিষয়টি নিয়ে আলোচনা করলে ততকালীন পৌর প্রশাসক(ইউএনও)নীলুফা সরকার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজ ওয়ালটি পূণঃ নির্মান করে দিবেন বলে কথা হয়। দীর্ঘ ৫ মাস পর ওই ওয়ালটি পূণঃ নির্মানের কথা বলে ড্রেনের ৬ ইঞ্চি ওয়ালের উপর স্ল্যাবের সাথেই ১০ বাই ১০ ইঞ্চি কলাম(পিলার) নির্মান শুরু করে ঠিকাদার। ড্রেনের ওয়ালের উপর কাজটি নির্মান করতে গিয়ে প্রতিটি পিলারের গোড়া ওয়াল থেকে প্রায় দেড় থেকে ২ ইঞ্চি শুন্যের উপর রয়ে গেছে। এতে করে নির্মিয়মান ওয়াল ঝুঁকিতে থেকে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাউসার আলী জানান, একদিকে নিরাপত্তা বেষ্টনীর ওয়াল নির্মানে যেমন অনিয়ম হচ্ছে, অন্যদিকে ওয়ালের পাশেই গাড়ী রাখা সেডটিও বর্তমানে ঝুঁকিতে রয়েছে। মনগড়া প্রযুক্তিতে নির্মান কাজের বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, আপাতত ওই অংশের কাজ বন্ধ আছে। অভিযোগ পেয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ২২ জুলাই স্পট পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত