মোঃ ইব্রাহীম বাবু, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-
স্বাধীনতার ৫০ বছর পার হলেও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণ না হওয়ায় গ্রামের প্রায় তিন হাজার পরিবার চরম দুর্ভোগে জীবন যাপন করছে। নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় গ্রামের সাথে যোগাযোগের ক্ষেত্রে পাকা রাস্তার সাথে সংযোগ স্থাপন করা হয়েছে। কিন্তু নেজামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাথে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৫০ বছর পার হলেও অদ্যাবধি পাকাকরণ না হওয়ায় গ্রামের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, কৃষি থেকে পিছিয়ে পড়েছে।
শনিবার ২ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে ইসলামপুর নবদিগন্ত সোসাইটির উদ্যোগে গ্রামের উন্নয়ন ও মাদক নির্মূলে এক সাধারণ সভার আয়োজন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী,নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, অধ্যক্ষ কাউসার আলী। গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তাটি যেন একটি পানি প্রবাহিত নালা। এই গ্রামে নেই কোন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, মক্তব। বেশীরভাগ ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। লক্ষ্য করা গেছে ৮/১০ বছর বয়সী শিশুদের হাতে এন্ড্রয়েড মোবাইল ফোন তারা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে ব্যস্ত।
অনুষ্ঠানের সভাপতি মাহবুল বলেন, এই গ্রামের শতাধিক মানুষ প্রবাসে রয়েছে । একটি পাকা রাস্তার যোগাযোগের অভাবে অটোরিকশা, ভ্যান চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে। উন্নয়নের সম্ভাবনা থাকলেও একটি পাকা রাস্তার সংযোগ না থাকায় এই গ্রামে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।
মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের মানুষ। ফলে শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা এন্ড্রয়েড মোবাইল ফোন ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ কর্মব্যস্ত অসহায় মানুষগুলোর প্রাণের দাবি পাকা রাস্তার সাথে এই গ্রামের আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করা হোক।
নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক দাবি করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও এছাড়া গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ উন্নয়নের নামে এদেশের মানুষকে ধোঁকা দিয়ে গেছে।
ইসলামপুর গ্রামের কাঁচা রাস্তার সাথে পাকা রাস্তার মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণের অভাবে মৌলিক চাহিদার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত শিশুরা এন্ড্রয়েড মোবাইল ফোন ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। সবচেয়ে বড় কষ্ট হয় কোন গর্ভবতী মা এবং মুমুর্ষ রোগীকে হাসপাতালে নিতে।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, সরজমিনে এসে আপনাদের সুখদুঃখের ভাগীহতে পেরে নিজেকে গর্বিতবোধ মনে করছি। তবে সরকারি নিয়মনীতি মেনে পাকা রাস্তার বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সকল ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম জাকারিয়া , নির্বাহী সম্পাদক : মোঃ আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা : বৈশাখী টাওয়ার, বাড়ি নং-৫৬, রোড নং-১৬ ,সেক্টর-১১, উত্তরা, ঢাকা বাংলাদেশ। লোকাল অফিসঃ বেহুলা, গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জ।
ইমেইল : 𝐝𝐜𝐛𝐭𝐯𝟐𝟒@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর : ০১৩০৩-৪৪৭০৭৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত