1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

নাচোলে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক স্থানে সাপের দংশনে ২জন নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তিরা নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম(৩৫) ও কসবা ইউনিয়নের রেললাইন পাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম(৪৫)। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার এস.আই জিয়াউর রহমান। ২৩জুলাই বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শাহিদা সবজি কাটা বটি ধার দিতে গেলে সেখানেই সাপটি তাকে কামড়ে দেয়। সাপে কাটার পর গ্রামের স্থানীয় ওঝার কাছে গেলে ওঝা চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিস্থিতি খারাপ দেখলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে বেলা ৯টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। অন্যদিকে লতিফা বেগমকে সাপে কাটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। উল্লেখ্য যে, তাদের গোখরো সাপে দংশন করে ও পরে সাপগুলোকে মারা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট