ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে। এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে সকালে ভুটভুটি যোগে আম ভাঙ্গার জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট উদ্দেশ্যে রওনা হয়।
সকাল ৬টার দিকে পথিমধ্যে নাচোল টু আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে, চালক গাড়ির নিচে পড়ে মারা যান। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেভাররা অন্তত ৬জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)। স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন নাচোল থানার এস আই আতাউর রহমান।