ফারুক হোসেন ডন , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, “সারা দেশের মতো” চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে গঠিত হচ্ছে কেন্দ্র কমিটিগুলো। নেজামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে, গতকাল বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বরেন্দা সেন্টার কমিটি গঠন করা হয়। ৩নং নম্বর ওয়ার্ড বিএনপির (সাবেক) সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি বুলবুল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (সাবেক) সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী ডাঃ, (সাবেক) সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, নাচোল ইউনিয়ন যুবদলের (সাবেক) সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ১’২’৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা রেবিনা বেগম। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করা জরুরি। এ লক্ষ্যে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দলীয় ঐক্য ও কার্যকর সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে আগামীর নির্বাচনে বিজয়ের আশা প্রকাশ করেন। কেন্দ্র কমিটির নতুন আহ্বায়ক আব্দুল মালেক ও শরিফ আহমেদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন।