1. dcbtv24@gmail.com : DCB TV 24 : DCB TV 24
  2. info@www.dcbtv24.online : DCB TV 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন

নাচোলে ফলক ছাড়াই প্রায় ৬ কোটি টাকার বর্জ শোধনাগারের উদ্বোধন” বাইরে ময়লার স্তুপ” দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার প্রাশে নামফলক ছাড়াই উদ্বোধন হয়েছে প্রায় ৬ কোটি টাকার বর্জ শোধনাগার। এর আয়তন প্রায় ১১বিঘা। শোধনাগারের বাইরে বর্জ(ময়লা)’র স্তুপ। ময়লার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ৭ জুলাই উদ্বোধনী ফলক ছাড়াই বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন (সাবেক)পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। পৌরসভার নির্বাহী খায়রুল ইসলাম জানান, ২০২৩ সালের ১২ মার্চ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (NMWSSP)’র আওতায় সদর ইউনিয়নের (লক্ষণপুর) দরবেশপুর গ্রামে খাড়ির ধারে সমন্বিত বর্জ ব্যবস্থাপনা সুবিধা (Integrated Waste Management Facility) স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। নাচোল পৌরসভার বর্জ ওই শোধনাগারে ফেলার জন্য একটি আধুনিক বর্জ শোধনাগার নির্মানের উদ্বোধন করা হয়েছিল। গত ৭ জুলাই ওই শোধনাগারের বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হলেও উদ্বোধনী ফলক স্থাপন করা হয়নি। ওই শোধনাগারের বাইরে রাস্তা ঘেঁষে ময়লার স্তূপ রয়ে গেছে। বর্তমানে ময়লার দুর্গন্ধে ঐ এলাকায় বসবাসকারী ও সদর ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শোধনাগারের পার্শবর্তী সাবের আলীর স্ত্রী নীলুফা, রুবেল আলীর স্ত্রী জবেদা, মইনুদ্দিনের স্ত্রী নাজমা বেগম, জয়নুদ্দিন ও ইনসান আলী তাদের অভিযোগে বলেন, পূর্বের পৌর প্রশাসক ও ইউএনও’র কাছে অভিযোগ করলে তারা উল্টো আমাদের ওই স্থান থেকে বাড়ি সরিয়ে নিতে বলেন। আমরা অসহায় গরীব মানুষ ও ভুমিহিন লোক। এদিকে শোধনাগারের শ্রমিকদের নির্দিষ্ট পোশাক ছাড়াই অস্বাস্থ্যকার পরিবেশে কাজ করতে দেখা গেছে। এ ব্যাপারে উক্ত ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৬কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ময়লা ফেলছে শোধনাগারের বাইরে, এতে মানুষের অসুস্থা বাড়ছে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বর্জ ব্যবস্থাপনা প্রকল্পের বিডিসিও তাহসিনা সিরাজ বলেন শ্রমিকদের পোশাক আছে কিন্তু গরমের কারণে তারা ব্যবহার করছেনা।
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, এই কাজটি পূর্বের ইঞ্জিনিয়ার ইউসুফ আলী শুরু করেছিলেন। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, শ্রমিকদের পোশাক, ময়লার স্তুপ না সরিয়ে তড়িঘড়ি করে উদ্বোধন করা এবং নির্মানকাজের সাথে উদ্বোধনী ফলকের খরচ ধরা আছে কিনা তা জানা নেই। এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বলে ফলক দেওয়ার ব্যবস্থা করবো। এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, তিনি সদ্য যোগদান করেছেন, কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ডিসিবি টিভি-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট