নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ই জুলাই নাচোল মধ্যবাজার স্কুল পাড়া জামে মসজিদ মার্কেটে সকাল সাড়ে দশটায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ,এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা শাখার জাপা’র সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাপা নেতা মেরাজ আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা ও পৌর জাতীয় পার্টি নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায়সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করে মোনাজাত পেশ করেন নাচোল স্কুল পাড়া জামে মসজিদের মর্জিন হাফেজ মোহাম্মদ রাজু, এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করেন।